Motorcycle starting problem and solve মটর সাইকেলের চাবি দিয়ে অন করছি ইন্ডিকেটর জ্বলছে না হর্ণ বাজে না খুবই সহজ সমাধান। Honda livo motorcycle starting problem and solve সহজ সমাধান। মটর সাইকেলের চাবি দিয়ে অন করছি ইন্ডিকেটর জ্বলছে না হর্ণ বাজে না খুবই সহজ সমাধান। আজ সকাল বেলা Honda livo motorcycle start দিতে গিয়ে সমস্যায় পরে গিয়েছিলাম। একদম রানিং নতুন মটর সাইকেল বাট ষ্টার্ট নিতে সমস্যা হচ্ছিল। অনেকেই হয়ত ভাবতে পারেন প্লাগ এর সমস্যা হতে পারে , তাই না? কিন্ত না। Honda livo motorcycle starting problem and solve মটর সাইকেলের চাবি দিয়ে অন করছি ইন্ডিকেটর জ্বলছে না হর্ণ বাজে না খুবই সহজ সমাধান।
আজ দেখাব এর সমস্যা এবং খুবই খুবই সহজ সমাধান। জেনে রাখুন এবং শিখে রাখুন হয়তবা কাজে লাগতেও পারে কোন একদিন।
হঠাৎ করে লক্ষ্য করলাম যে মটর সাইকেলের চাবি দিয়ে অন করছি বাট কোন ইন্ডিকেটর বেসিকেলি নিউট্রাল ইন্ডিকেটর জ্বলছে না এবং সেই সাথে কোন হর্ণ ও বাজে না, আবার সেলফ দিয়ে ষ্টার্ষ্ট দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় মেকানিকের নিকট যাব যাব ভাবছি ঠিক সেই মুহুর্তে মনে পরল একটি বিষয়, আর সেই বিষয়টি ভাবা আর আমার ধারণা পাল্টে গেল এবং কাজ হয়ে গেল। মটরসাইকেলটি ষ্টার্ট নিয়ে নিল। তো বিষয়টি কি ছিল আপানাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম।
মুলত এটি ছিল পাওয়ার ফেইল সমস্যা। পরে খুজে খুজে ফিউজ কোন জায়গায় থাকে সেটি বের করে দেখি আসলে ফিউজ হোল্ডার থেকে খুলে বক্সের মধ্যে পরে আছে। আর এ জন্যই কোন কারেন্ট সাপ্লাই পাচ্ছিল না। অতি সহজে এর সমাধান শিখে রাখুন। হয়ত বা মেকানিকের কাছে না যেয়ে দুই তিনশ টাকা সেভ করলেও করতে পারবেন কোন একদিন।
এ বিষয়ে ভিডিও দেয়া আছে। একবার দেখুন কাজে লাগতেও পারে কোন একদিন। motorcycle starting problem
#honda_starting_problem
#earning_from_learning
#আর্নিং_ফ্রম_লার্নিং
আমাদের আরও এ ধরনের পোষ্ট দেখতে ক্লিক করতে পারেন।
https://www.youtube.com/earningfromlearning?sub_confirmation=1
https://www.youtube.com/c/EarningFromLearning/videos
Please Subscribe, Like and Share…
Disclaimer: – This Channel does not promote any illegal content, Does not encourage any kind of illegal activities. All contents provided by this channel are made for EDUCATIONAL purpose only.
নোটিশঃ- এই চ্যানেল কোন অবৈধ বিষয়বস্তু প্রচার করে না, কোন ধরনের অবৈধ কার্যকলাপকে উৎসাহিত করে না। এই চ্যানেলের দেওয়া সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।